• লক্ষ্য এবং উদ্দেশ্য
  • লক্ষ্য এবং উদ্দেশ্য : "মানবিক মূল্যবোধসম্পন্ন, জ্ঞানভিত্তিক ও সৃজনশীল সমাজ গঠনে শিক্ষার্থীদের প্রস্তুত করা।"


     প্রতষ্ঠিার ইতহিাস :
    সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় ১৯৯০ সালের পহেলা জানুয়ারি তৎকালীন পুলিশ সুপার জনাব মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে প্রাথমিক শাখায় বিদ্যালয়টি স্থাপিত হয়। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষিকা জনাব আমিনা হক  এর নেতৃত্বে মাত্র ৪ জন শিক্ষক শিক্ষিকা নিয়ে বিদ্যালয়ের পথ চলা। ১৯৯৪ সালে নিম্ম মাধ্যমিক শাখা চালু হয় এবং ১৯৯৯ সালে এমপিও ভুক্ত হয়। ১৯৯৮ সালে বিদ্যালয় প্রথম ২জন  এসএসসি পরীক্ষার্থীপরীক্ষায় অংশগ্রহণ করে ও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।

     অত্র বিদ্যালয়ের আদর্শ ও উদ্দেশ্য :    
    সার্বজনীন শিক্ষার ভিত্তি হচ্ছে জীবন সম্বন্ধে গভীর বিশ্বাস। তাই তার মূলে থাকে বিশেষ এক দর্শন। সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার মূলনীতি হচ্ছে সৃজনশীল ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে ত্রিশ শতকের উপযুক্ত একটি শিক্ষিত জাতি গঠন। শৃঙ্খলাবোধ ও সম্প্রীতি ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। শিক্ষার পাশাপাশি আমরা যৌথভাবে শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি ও শৃঙ্খলাবোধে উজ্জীবিত করে সার্বিক উন্নতি ও প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে ছাত্রছাত্রীদের হতে হবে অধ্যবসায়ী, শিক্ষকদের হতে হবে কর্তব্যনিষ্ঠ ও দায়িত্ব পালনে অবিচল এবং অভিভাবকগণের হতে হবে সচেতন। এখানে সকলের মূল্যবান মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।

     বিদ্যালয়ের ভবন সমূহ :
    বিদ্যালয়ে দুটি ৪ তলা বিশিষ্ট ভবন আছে।

     শিক্ষা কার্যক্রম          : 
    বৎসরে ২টি টার্মসহ অধ্যায় ভিত্তিক প্রতি বিষয়ে সাপ্তাহিক পরীক্ষা।

     বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য : 
    ১) নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা।        
    ২) নীতি নৈতিকতা বিষয়ক সাপ্তাহিক ক্লাস।  
    ৩) শৃঙ্খলা: বিদ্যালয়ে পরপর ৩ দিন অনুপস্থিত থাকলে সম্মানিত অভিভাবকগণ শ্রেণি শিক্ষককে অবিহিত করণসহ ডায়রিতে নোট ডাউন রাখা। 
    ৪) লেখাপড়া। 


     

    • সভাপতির বাণী
  • মোহাম্মদ মনিরুল ইসলাম
    বিস্তারিত
    • প্রধান শিক্ষকের বাণী
  • রাশিদ হাসান খান চৌধুরী
    বিস্তারিত
    • অফিসিয়াল ফেইসবুক
    • ভিডিও
    • এডমিন লগইন
    All Right Reserved @ 2023. Design & Developed by MR Technology